বিডিজবস-এর কারিগরি চাকরি মেলা-২০১৯
অনলাইন ভিত্তিক চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস ( Bdjobs.com ) প্রথমবারের মত ‘‘কারিগরি চাকরি মেলা’’ আয়োজন করেছে। ২২ অক্টোবর রাজধানীর মিরপুর-১৪ এর পিএসসি কনভেনশন হলে এ মেলা অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল কাজ জানা এবং শিক্ষার্থী (ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, প্যাথলজিষ্ট, ল্যাব টেকনিশিয়ান, ড্রাইভার, সেফ, নার্স, ওয়েটার, প্লাম্বার, ওয়েল্ডার, শো-রুম সেলসম্যান), অভিজ্ঞ/অনভিজ্ঞ চাকরী প্রার্থীদের জন্য ২৫০- এর বেশি পদে নিয়োগের উদ্দেশ্যে দেশি-বিদেশি ৬০টি প্রতিষ্ঠানে চাকরি মেলায় অংশ নেবে।
মেলার সূচি :
> ২২ অক্টোবর ২০১৯, মেলার দিনে অংশগ্রহণকারী কোম্পানীর বুথে আপনার সিভি জমা দিতে হবে (সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত) ।
রেজিট্রেশনের সময় প্রাপ্ত টোকেন নাম্বার প্রত্যেকটি সিভির উপর লিখে জমা দিতে হবে ।
> ২৩ শে অক্টোবর শুধুমাত্র বাছাইকৃত আবেদনকারীদের চাকরির ইন্টারভিউ নেওয়া হবে।
মেলার স্থান : পি এস সি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকা।
রেজিস্ট্রেশন : মেলায় অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে এই লিংক থেকে : www.bdjobs.com/jobfair/createaccount.asp?Fair_Id=7762
রেজিস্ট্রেশন করার পর একটি টোকেন নম্বর দেওয়া হবে। টোকেন নম্বরটি সিভির ওপর লিখে ২২ অক্টোবর সিভি জমা দিতে হবে।
বিডিজবস-এর চাকরি মেলায় যা যা থাকছে :
> দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সমূহে চাকরী পাওয়ার দারুণ সুযোগ।
> বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরীর ধরন এবং তাদের চাহিদা সম্পর্কে জানার সুযোগ।
> এক ছাদের নীচে নামী-দামী প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ।