ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ – ১ম-৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২১, ১০:৩৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন /
ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ – ১ম-৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ

ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্য ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে। ২১ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর তারিখে ভর্তি সংক্রান্ত ৩টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

২৩ ডিসেম্বর প্রকাশিত ২টি বিজ্ঞপ্তির মধ্যে একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ১ম থেকে ৯ম শ্রেণিতে সকল শাখার বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতি ও দিবা শাখায়) শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদনপত্রের কপিসহ বিভিন্ন কোটা প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র অত্র প্রতিষ্ঠানের নির্বাচিত শাখা ও শিফটে ২২ ও ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে যেসব অভিভাবক জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাদের অনলাইন আবেদন ফরম ২৬ ডিসেম্বর ২০২১ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে স্ব স্ব শাখা অফিসে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই কার্যক্রম ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

  • বেসরকারি স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি লটারির ফলাফল ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশ করা হবে। সুতরাং, একই দিন অন্যান্য বেসরকারি স্কুলের মতো ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তির ফলাফলও প্রকাশিত হবে।

স্কুলের নাম : ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
স্কুলের ধরন :বেসরকারি মাধ্যমিক স্কুল
ভর্তি আবেদনের সময়সীমা :২৫ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২১
আবেদনপত্র ও ভর্তি জমার তারিখ :*** ২২ ও ২৩ ডিসেম্বর ২০২১, সকাল ৯টা থেকে দুপুর ১২টা
ভর্তি আবেদন পদ্ধতি :অনলাইন
শিক্ষার্থী ভর্তি / বাছাই পদ্ধতি :লটারি
আবেদনের অনলাইন লিংক :https://gsa.teletalk.com.bd
ভর্তি লটারির তারিখ :১৯ ডিসেম্বর ২০২১

ভিকারুননিসা স্কুলে ভর্তির নোটিশ ২০২২ – ২৩ ডিসেম্বর প্রকাশিত

viqarunnisa noon school admission notice 2022 new
ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ - ১ম-৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ 5

ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ ২০২২ – ২১ ডিসেম্বর প্রকাশিত

viqarunnisa noon school admission notice 2022
ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ - ১ম-৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ 6

২০২২ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণিতে সকল শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমে (প্রভাতি ও দিবা শাখায়) ছাত্রী ভর্তিতে এবার লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

অনলাইনে আবেদন ও ফলাফলের তারিখ :

২৫ নভেম্বর সকাল ১১টা থেকে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টা। লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের তালিকা (ফলাফল) প্রকাশিত হয়েছে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে।

আবেদনকারী ছাত্রীর বয়স

যাদের জন্ম ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ এর মধ্যে, শুধুমাত্র তারাই ২০২২ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে আবেদনের সুযোগ পেয়েছে।

ভর্তি লটারির তারিখ :

১৯ ডিসেম্বর ২০২১ (রবিবার)

জন্ম নিবন্ধন :

ভিকারুননিসা নূন স্কুলে ১ম শ্রেণিতে আবেদনের জন্য আবেদনকারীর ডিজিটাল জন্মনিবন্ধন বা জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের হতে হবে।  

বিশেষ দ্রষ্টব্য :

১. অভিভাবকবৃন্দকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনলাইনে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো ক্রমেই
আবেদন ফরম পূরণ করা যাবে না।
২. ইংরেজি ভার্সন শুধুমাত্র মূল শাখায় অবস্থিত।
৩. মুক্তিযোদ্ধা, বোন, সেবা অঞ্চল, প্রতিবন্ধী ও শিক্ষা মন্ত্রণালয় কোটার জন্য সরকার নির্ধারিত হারে আসন সংরক্ষিত থাকবে।

ভিকারুননিসা স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির তালিকা ২০২২

viqarunnisa noon school class-wise admission list notice 2022
ভিকারুননিসা নূন স্কুল ভর্তি ২০২২ - ১ম-৯ম শ্রেণিতে ভর্তির নোটিশ 7

ভিকারুননিসা স্কুলের বিভিন্ন শাখার নাম, ঠিকানা ও যোগাযোগ নাম্বার

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ – প্রধান শাখাঃ

১/এ নিউ বেইলী রোড, রমনা, ঢাকা-১০০০

ফোন: 02-58310500

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ – ধানমন্ডি শাখা

বাড়ি নং ০৬, রোড # ০৪,  ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন: 02-9668080

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ – বসুন্ধরা শাখা

ব্লক# এফ, ১৮১/এ, বসুন্ধরা আ/এ, বসুন্ধরা, ঢাকা। ফোন: 02-55037424

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ – আজিমপুর শাখা

১০১, পিলখানা রোড, আজিমপুর, ঢাকা। ফোন: 02-9666359

ভিকারুননিসা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট :

https://www.vnsc.edu.bd/

ভিকারুননিসা স্কুলের অফিসিয়াল ফেইসবুক পেজ :

https://www.facebook.com/www.vnsc.edu.bd/

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণিতে আবেদননের ধরন বা কোটা সমূহ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের স্কুল সেকশনে ১ম শ্রেণিতে আবেদন নিম্নোক্ত ক্যাটাগরী গুলো রয়েছে। আপনি যে ক্যাটাগরীর যোগ্যতা আছে সে অনুযায়ী আবেদন ফরম পূরণ করবেন।

১। সাধারণ কোটা

এটি সাধারণ কোটা। এই কোটায় সাধারণত লটারীতে ৩৬ পার্সেন্ট নেওয়া হয়। যাদের অন্য কোনো কোটা নেই; তারাই সাধারণ কোটা হিসাবে অভিহিত।

২। ক্যাচমেন্ট এরিয়া

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রতিটি শাখার কাছাকাছি এলাকাগুলো নিয়ে ক্যাচমেন্ট এরিয়া নিধারণ করা হয়। তবে বিজ্ঞপ্তিতে অবশ্যই উল্লেখ থাকে কোন কোন এলাকা বা মহল্লাগুলো ক্যাচমেন্ট এ আছে আর কোন কোন এলাকা বা মহল্লা গুলো ক্যাচমেন্ট এর আওতায়   নেই। কাছা কাছি থেকেও অনেক এলাকা ক্যাচমেন্ট এর আওতায় থাকে না । ক্যাচমেন্ট এর সুবিধা হলো: মোট আসনের শতকরা ৫০ জন বালিকা নেওয়া হয় ক্যাচমেন্ট এরিয়ার আবেদন থেকে।

৩। ‍মুক্তিযোদ্ধা কোটা

মুক্তিযোদ্ধা কোটায় শতকরা ৫জন নেওয়া হয়। যে সকল আবেদনকারীর পিতা/দাদা অথবা নানা মুক্তিযোদ্ধা ছিল এবং সনদ ছিল তারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে পারবে।
মুক্তিযোদ্ধা দাদা হলে বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং মুক্তিযোদ্ধা নানা হলে মায়ের জাতীয়পরিচয়পত্র/এস.এস.সি সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৪। বোনের কোটা

সিবলিং বােনের কোটা; এই কোটায় যাদের আপন বোন ভিকারুননিসা নূন স্কুলে পড়ে তাদের জন্য বোনের কোটা রয়েছে। বোনের কোটায় মোট আসনের ১৫% নেওয়া হয়।

৫। শিক্ষা কোটা

এই কোটায় শিক্ষা অধিদপ্তরে চাকরী করেন এমন পিতা-মাতার সন্তান এই কোটায় আবেদন করতে পারবে। শিক্ষা কোটায় ২% ভর্তি নেওয়া হয়।

৬। প্রতিবন্ধি কোটা

শারিরিক প্রতিবন্ধিদের জন্য এই কোটায় ২% ভর্তি নেওয়া হয়।

Viqarunnisa noon school admission 2022

viqarunnisa noon school admission 2022
ভিকারুন্নেসা স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

আরো পড়ুন >>
বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদনের নিয়ম ২০২২

Rate this post