মাউশি অ্যাপ : শিক্ষক-কর্মচারীদের জন্য ১৬০ সেবা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অর্থাৎ মাউশি অ্যাপ চালু করতে যাচ্ছে শিগগিরই। এই অ্যাপে ১৬০ রকমের সেবা পাওয়া যাবে। এই স্মার্টফোন অ্যাপের মাধ্যমেই দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনছে মাউশি। আগামীতে এসব সেবা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও নিতে পারবেন। কোনো সেবার ব্যাপারে আবেদন করা হলে সেটার স্ট্যাটাস কী অবস্থায় আছে সেটাও জানা যাবে। এ সেবা চালুর মাধ্যমে ঘুষ, অনিয়ম ও ভোগান্তি দূর হবে বলে মাউশি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাউশি যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোর মধ্যে আছে- অ্যাপের মাধ্যমে সেবা প্রদান, শিক্ষা তথ্য ব্যবস্থানা পদ্ধতিতে (ইএমআইএস) শিক্ষকদের সব তথ্য সংরক্ষণ সফটওয়্যার আপডেটকরণ, শিক্ষার্থীদের ক্লাস ও সেলফ মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন এবং বিশেষ দিবসে বঙ্গবন্ধুর অবদানগুলো নিয়ে রচিত বুকলেট বিতরণসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশ কিছু কার্যক্রম।

মাউশির পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে জানান, সরকারের এটুআই প্রকল্পের আওতায় মাউশির অধীন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এমপিওভুক্তি কার্যক্রম, পে-স্কেল-টাইম স্কেল, নিয়োগ-বদলি, পদোন্নতি, তথ্য সংশোধন, অবসর সুবিধাসহ ১৬০ ধরনের সার্ভিস বা সেবা নিতে মাউশিতে নিয়মিত আসেন। একটি অ্যাপের মাধ্যমে এসব সেবা দেয়া হবে, দূর-দূরান্ত থেকে কষ্ট করে ঢাকার মাউশিতে আসতে না হয়। যেকোনো জায়গা থেকে আবেদন করেই মাউশি’র কাঙ্খিত সেবা পাওয়া যাবে।

এসব কর্মসূচি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।