রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তির প্রশ্ন সমাধান ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তির প্রশ্ন সমাধান ২০২২ এখানে দেয়া হয়েছে। ২৫ জুলাই ২০২২ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

RU C Unit Group-1 (Science) Question Solution 2022

১। পৃথিবীর ব্যাসার্ধ R হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় g এর মান পৃথিবীর তুলনায় ৭ গুণ কমে যাবে?

  • ক) R
  • খ) 2R
  • গ) 𝝿/2
  • ঘ) 4R

২। কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয়?

  • ক) এর চার্জ শূন্য
  • খ) এর ভর শূন্য
  • গ) এর ভরবেগ শূন্য
  • ঘ) এটি আলাের বেগে চলে

৩। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির কত অংশ?

  • ক) 2/3
  • খ) 3/2
  • গ) 1/2
  • ঘ) কোনটিই নয়

৪। স্বকীয় আবেশ গুণাঙ্কের সমীকরণ কোনটি?

  • ক) ε = – dθ / dt
  • খ) ε = – NL(di/dt)
  • গ) ε = – M (di/dt0
  • ঘ) ε = -NM (di/dt0

৫। চিত্রের বর্গক্ষেত্রটির কেন্দ্রবিন্দুতে তড়িৎ বিভবের। মান কত?

  • ক) 0 v
  • খ) 220 V
  • গ) 1000 V
  • ঘ) কোনটিই নয় ।

৬। এনার্জি গ্যাপ-

  • ক) কন্ডাক্টরের চেয়ে ইনসুলেটরে কম
  • খ) ইনসুলেটরেই বেশী
  • গ) কন্ডাক্টরে ও ইনসুলেটরে নেই
  • ঘ) শুধু সেমিকন্ডাক্টরে বিদ্যমান

৭। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত?

  • ক) 24 ঘন্টা
  • খ) 12 ঘন্টা
  • গ) 3600 সে
  • ঘ) 365 দিন

৮। বর্তনীটিতে A থেকে B বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমান কত?

  • ক) 1A
  • খ) 0.5 A
  • গ) অসীম
  • ঘ) 0 A

৯। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 70%। তাপ উৎসের তাপমাত্রা যদি 400 K হয়, তবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত?

  • ক) 120 K
  • খ) 420 K.
  • গ) 180 K
  • ঘ) 220 K

১০। কোন বস্তু 20 m উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির তিনগুণ হবে?

  • ক) 5 m
  • খ) 10 m
  • গ) 15 m
  • ঘ) 20 m

১১। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক) c= √ (μ0/ε0)
  • খ) c = √ (ε0/μ0)
  • গ) c = 1/√ (ε0 x μ0)
  • ঘ) c = √ (μ0 x ε0)

১২। এক শিক্ষার্থী একটি তারের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য 0.01 mm লঘিষ্ঠ গণনের একটি অগেজ ব্যবহার করল। তার প্রাপ্ত ফলাফলের সঠিক মান কোনটি?

  • ক) 14 mm
  • খ) 14.1 mm
  • গ) 14.02 mm
  • ঘ) 14.021 mm

১৩। একটি কণার উপর F = (f – 2 + 4k) N বল প্রয়ােগ করার ফলে কণাটির d = (2i + nj + k) সরণ হয়। n এর মান কত হলে সম্পাদিত কাজের মান শূন্য। হবে?

  • ক) 2
  • খ) 5
  • গ) 3
  • ঘ) 6

১৪। লজিক বর্তনীতে Y-এর মান কত?

  • ক) 0
  • খ) 1
  • গ) 001
  • ঘ) 111

১৫। সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 5 sin(aot + b)। আদি সরণ 2.5 cm হলে কণাটির আদি দশা কত?

  • ক) 0″
  • খ) 30″
  • গ) 45″
  • ঘ) 90″

১৬ | p – n জাংশনের সংযােগস্থলে ডিপ্রেশণ স্তরের সৃষ্টির কারণ-

  • ক) হােলের তাড়ন।
  • খ) ইলেক্ট্রনের তাড়ন
  • গ) আধাণ বাহকের ব্যাপন।
  • ঘ) অপদ্রব্য আয়নের স্থানান্তর

১৭। স্প্রিং কে টেনে লম্বা করা হলে কোন শক্তি সঞ্চিত হবে?

  • ক) তাপশক্তি
  • খ) স্থিতিশক্তি
  • গ) গতিশক্তি
  • ঘ) অন্তশক্তি

১৮। 50 kg ওজন বিশিষ্ট একজন ব্যাক্তি একই সমতলে (ঘর্ষণহীন) সামনে অবস্থিত। 100 kg ভরের একটি পাথরকে অন্য প্রান্তে নেওয়ার জন্য 50 N বল দিয়ে ধাক্কা দেয়। 10 s পরে পাথরটি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য?

  • ক) বেগ 5 ms-1 হবে।
  • খ) টানা 10 s ধাক্কা দেওয়া সম্ভব না
  • গ) বেগ 10 ms-1 হবে।
  • ঘ) বেগ 10 cm হবে

১৯। কোনটি y-অক্ষের উপর লম্ব হবে?

  • ক) (i x j) x i
  • খ) (ix j) x k
  • গ) (j x i) x j
  • ঘ) (k x j) x k

২০। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল

  • ক) শূন্য হবে
  • খ) অপরিবর্তিত থাকবে
  • গ) অর্ধেক হবে
  • ঘ) অসীম হবে

২১। বায়ুতে ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় 6000A তরঙ্গ দৈর্ঘ্যের আলাে ব্যবহার করলে ডােরার ব্যবধান হয় 2.66 mm । যদি সমস্ত পরীক্ষা যন্ত্রটিকে 1.33 প্রতিসরাঙ্কের একটি তরলে ডােবানাে হয় তাহলে ডােরার ব্যবধান কত হবে?

  • ক) 1.504 Imm
  • খ) 0.5 mm
  • গ) 1 mm
  • ঘ) 2 mm

২২। একটি অ্যামিটার 5 A বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে। অ্যামিটারের অভ্যন্তরীণ রােধ, r হলে ঐ অ্যামিটার দ্বারা 7.5 A বিদ্যুৎ মাপার জন্য কত রােধের শান্ট দরকার?

  • ক) 2r
  • খ) r/2
  • গ) 4r
  • ঘ) r/4

২৩। সাদা বস্তুর তুলনায় কালাে বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক) কম তাপ ও কম ঠান্ডা
  • খ) বেশী তাপ ও বেশী ঠান্ডা
  • গ) বেশী তাপ ও কম ঠান্ডা
  • ঘ) কম তাপ ও বেশী ঠান্ডা

২৪। কাজ-ক্ষমতা-শক্তির উপপাদ্য অনুসারে বস্তুর উপর কৃত কাজ কোনটির সমান হতে পারে?

  • ক) গতিশক্তি
  • খ) কৌণিক ভরবেগ
  • গ) রৈখিক ভরবেগ
  • ঘ) রৈখিক ত্বরণ

২৫। কোনটি তাৎক্ষনিক বেগের জন্য সঠিক সূত্র?

  • ক) v = d২
  • খ) v = x/t
  • গ) v = xt
  • ঘ) v = t/x

২৬। নিচের কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার ক্রম নির্ধারিত হয়?

  • ক) বিক্রিয়ার কৌশল ও বিক্রিয়কের ঘনমাত্রা
  • খ) চাপ
  • গ) বিক্রিয়ার আনবিকত্ব
  • ঘ) তাপমাত্রা

২৭। sp3d2 সংকরণ বিশিষ্ট যৌগ কোনটি?

  • ক) XeF4
  • খ) SF6
  • গ) IF5
  • ঘ) সবগুলাে

২৮। অনুবন্ধি এসিড-ক্ষারক যুগলের সঠিক উদাহরণ কোনটি?

  • ক) | H2O : H3O+
  • খ) HCl: H2O
  • গ) NH4+ : Cl-
  • ঘ) সবগুলি সঠিক

২৯। নিচের কোনটি ভিনাইল মূলক?

  • ক) CH2 = CH –
  • খ) CH3 – CH2 –
  • গ) CH = C-
  • ঘ) CH3 –

৩০। নিচের কোন যৌগে বন্ধন কোনের মান সবচেয়ে বেশী?

  • ক) CH4
  • খ) H2O
  • গ) NH3
  • ঘ) BCl3

৩১। 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ন ইলেকট্রনের সংখ্যা কত?

  • ক) 5
  • খ) 4
  • গ) 3
  • ঘ) 2

৩২। 25°C তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা গুনফল 1 x 10-10 হলে Cl- আয়নের ঘনমাত্র। molL-1 এ কত হবে?

  • ক) 10 x 10-5
  • খ) 1 x10-5
  • গ) 1 x 10-4
  • ঘ) 1 x 10-3

৩৩। সমআয়তন পাত্রে নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক?

  • ক) 2 g H2
  • খ) ৪ g He
  • গ) 32 g 02
  • ঘ) 17 g NH3

৩৪। নিচের কোন বিক্রিয়াটি সঠিক?

  • ক) R – CH = CH – R + H2 ——(NI 80° C)——> R – CH2 – CH2 – R
  • খ) CH2 = CH2 + [O] + H2O  ——(KMnO4)——> HOCH2 – CH2OH
  • গ) 2R – C ≡ C– H + 2Na(s) —–(NaOH)——-> 2R – C ≡ C. Na(s) + H2(g)
  • ঘ) CH3CH2CH2OH + [O] ——K2Cr2O7——> CH3CH2CHO + H2O

৩৫। 20om M HCl দ্রবনের pH কোনটি?

  • ক) 0.1
  • খ) 2
  • গ) 0.69
  • ঘ) 3.0

৩৬। প্রােপিন বেয়ার পরীক্ষায় কী উৎপন্ন করে?

  • ক) ইথিলিন গ্লাইকল
  • খ) ইথেন-ডাইওল
  • গ) প্রােপেন-1, 2-ডাইওল
  • ঘ) সরবিটল

৩৭। পানিতে দ্রবীভূত 0 এর ঘনমাত্রা 1 x 10-4M হলে, ppm এককে ঘনমাত্রা কত?

  • ক) 0.32
  • খ) 3.2
  • গ) 32
  • ঘ) 1.6)

৩৮। নিচের কোনগুলাে অবস্থান্তর মৌল নয়?

  • ক) Cr, Ni, Sc, V
  • খ) Ru, W, ‘Ti, Fe
  • গ) Bi, Cd, Sn, Ga
  • ঘ) Mn, Mo, Co, Rh

৩৯। নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়ায় চাপের প্রভাব নেই?

  • ক) 2PbS(s) + 3O2(g) = 2PbO(s) + 3SO2(g)
  • খ) PCl5(g) = PCl3(g) + Cl2(g)
  • গ) H2(g) + CO2(g) = H2O(g) + CO(g)
  • ঘ) N2(g) + 3H2(g) = 2NH3(g)

৪০। শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরী করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে?

  • ক) রাইমার টাইম্যান
  • খ) উর্টজফিটিগ
  • গ) ফ্রিডেলক্রাফটস
  • ঘ) উর্টজ

৪১। Pt, Cl2(g)|Cl- (aq) || Fe2+(aq), Fe3+(aq), Pt তড়িৎ রাসায়নিক কোষের সঠিক বিক্রিয়া কোনটি?

  • ক) 2Fe3+ + 2Cl- —> 2Fe2+ + Cl2
  • খ) 2Fe3+ + Cl2 —> 2Fe2+ + 2Cl-
  • গ) 2Fe2+ + 2Cl- —> 2Fe3+ + Cl2
  • ঘ) 2Fe3+ + 2Cl- —> 2Fe + Cl2

৪২। CH3(CO)CH2(Co)CH2(COOH যৌগটির IUPAC নাম কোনটি?

  • ক) 3,5-ডাইঅক্সো-হেক্সানােয়িক এসিড
  • খ) 2,4-ডাইঅক্সো-হেক্সানােয়িক এসিড
  • গ) 3.5-ডাইওন-হেক্সানােয়িক এসিড
  • ঘ) 2,4-ডাইওন-হেক্সানােয়িক এসিড

৪৩। কমলা লেবুর রসের pH 2.3 হলে উক্ত রসের [H+] ও pOH এর মান হবে যথাক্রমে-

  • ক) 10-33 molL-1 ও 13.0
  • খ) 102.3 molL-1 ও 11.7
  • গ) 10-23 molL-1 ও 11.7
  • ঘ) 103.3 molL-1 ও 13.0

৪৪। একটি অন্ধকার ঘরে সরু ছিদ্র দিয়ে সূর্যের আলাে প্রবেশ করলে আলােক রশ্মির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল আলােক বিন্দু দেখা যায়। এরূপ আলােক বিন্দু সৃষ্টির কারণ নয় কোনটি?

  • ক) ধূলিকণার সাইজ 2 nm – 500 nm এর মধ্যে থাকা
  • খ) টিন্ডাল প্রভাব
  • গ) বায়ু ও ধূলিকণার সমসত্ত্ব মিশ্রণ
  • ঘ) ধূলিকণার ব্রাউনীয় গতি

৪৫। যদি A(g) + B(g) = 2(g) বিক্রিয়াটি তাপােৎপাদী হয় তবে নিম্নের কোনটিতে উৎপাদ বৃদ্ধি পাবে?

  • ক) প্রভাবক যােগ করলে
  • খ) চাপ বাড়ালে
  • গ) তাপ বৃদ্ধি করলে
  • ঘ) তাপমাত্রা কমালে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সি ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের ফেসবুক পেজে দেয়া হয়েছে

https://www.facebook.com/EduDailyOfficial/posts/pfbid024bo3muvP2kCW6Akkizsr8HkrAA3vpmQPt5Kjfstytsayh72zWX9JCCd93MfyW3GUl

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.