সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না, গুজব ছড়ালে ব্যবস্থা


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ২৪, ২০২০, ২:৫১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৮ অপরাহ্ন /
সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না, গুজব ছড়ালে ব্যবস্থা

সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে জানা গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরের শুরু কিংবা মাঝামাঝির দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ব্যাপারে দুই মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে মিথ্যা-অপপ্রচার-গুজব ছড়ালে এর বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে আগামী ৬ আগস্ট পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকেই কেউ কোনও গুজব ছড়ালে, মিথ্যা প্রচারণা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। অথচ আমাদের নাম দিয়ে কখনও জাতীয় শিক্ষা বোর্ড নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো শিক্ষা বোর্ড নেই।’

দীপু মনি বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানাচ্ছি। যখন সময় হবে আমরা গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেবো, কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কখন পরীক্ষা নেয়া হবে।’

Rate this post