শিক্ষা বার্তা

শেষ হলো যুক্তরাজ্যের শিক্ষা প্রদর্শনী

ঢাকায় যুক্তরাজ্যের শিক্ষা প্রদর্শনীতে ভিড় জমান বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক। সরাসরি ভর্তি সংক্রান্ত তথ্য জানার সুযোগ থাকার কারণেই তারা প্রদর্শনীতে এসেছেন বলে জানান। শুক্রবার ছিল প্রদর্শনীর শেষ দিন। ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় রাজধানীর রুপসী বাংলা হোটেলে।
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এ প্রদর্শনীতে এসেছিল যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সরাসরি ভর্তি ও পড়াশোনার সঠিক তথ্য দিতেই এ প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।
ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন প্রমোশন এক্সিকিউটিভ শেগুফটা আহমেদ জানান, ঢাকায় যুক্তরাজ্যের ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় প্রদর্শনীতে। এবারই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিলো।
৩ মার্চ চট্রগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এ প্রদর্শনী হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।
যারা প্রদর্শনীতে আসতে পারেননি, তারাও যুক্তরাজ্যে ভর্তি-পড়াশোনার তথ্য পাবেন। ব্রিটিশ কাউন্সিলের তথ্য কেন্দ্র জানায়, নির্ভরযোগ্য পরামর্শ ও তথ্য পেতে চোখ রাখতে হবে যুক্তরাজ্য সরকার ও ব্রিটিশ কাউন্সিল পরিচালিত সাইটগুলোতে-
যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক তথ্য: www.educationuk.org
বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি: www.ucas.com
পোষ্টগ্র্যাজুয়েট কোর্স ও পেশার তথ্য: www.prospects.ac.uk
স্কলারশিপ: www.britishcouncil.org/bangladesh-education-scholarships-uk-funding-bodies.htm
ভিসা তথ্য: www.ukba.homeoffice.gov.uk
http://ukinbangladesh.fco.gov.uk/bn/visas
ইউকে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স: www.ukcisa.org.uk
ছবি: মাফী
সূত্র: পরিবর্তন ডটকম
Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button