শিক্ষা বার্তা

সাশ্রয়ী খরচে ইন্টারনেটসহ ৭ দাবি শিক্ষার্থীদের

নাহিদ হাসান, কালাই (জয়পুরহাট)
পূর্ণগতির ইন্টারনেট সুবিধা ও দাম কমানোসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন কালাই উপাজেলার শিক্ষার্থীরা। “আমাদের দাবি পূরণ করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগানে উপজেলার অনলাইন অ্যাক্টিভিস্ট ও ফ্রিল্যান্সারদের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় কালাই বাসষ্ট্যান্ড চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ফ্রিল্যান্সার মোসাদ্দেকুল ইসলাম এর আহ্বানে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের নিম্নহার বিটিআরসি কর্তৃক ন্যায্য দামে পূর্ণগতির ইন্টারনেট নির্ধারণ, পে-পল চালুর উদ্যোগ গ্রহণ ও ‘ইন্টারনেট ফেয়ার ইউজ পলিসি’ নিষিদ্ধসহ সাত দফা দাবি তোলেন।
এর আগে ৩১ মে শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘পিসি হেল্পলাইন বিডি.কম’ আয়োজিত পূর্ণগতির ইন্টারনেট সুবিধা ও দাম কমানোসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন অনলাইনকর্মী, ফ্রিল্যান্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও আইটি কর্মী ও শিক্ষার্থীরা।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button