স্কুলে ভর্তির লটারি ১১ জানুয়ারি ২০২১
সরকারি মাধ্যমিক স্তরের স্কুলের ভর্তি লটারি ফলাফল ১১ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৩টায় এ লটারি অনুষ্ঠিত হবে।
>> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ভর্তি লটারি পরিচালনা করবে টেলিটক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ ( https://www.facebook.com/dshe.moebd ) সহ বিভিন্ন মাধ্যমে এই লটারি কার্যক্রম সম্প্রচারিত হবে। লটারি কার্যক্রম উদ্বোধনের পর ১১ জানুয়ারি বিকল ৫টা থেকে নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফলাফল প্রচার শুরু করা হবে।
এর আগে, ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিজিটাল লাটরি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে আজ স্কুলের ভর্তি লটারির তারিখ ঘোষণা করা হয়েছে।
মাউশি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক স্কুলে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমে লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বাছাই করা হবে। স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি ২০২০।
এর আগে, ৩০ ডিসেম্বর ২০২০ শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এর পর ৩১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, বয়স জটিলতার কারণে যেসব শিক্ষার্থী স্কুলের ভর্তি আবেদন করতে পারেনি তারা ৩১ ডিসেম্বর ২০২০ থেকে ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত ভর্তি আবেদনের সুযোগ পাবে। এরপর ১১ জানুয়ারি ২০২১ তারিখে অনলাইন লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে ভর্তির জন্য বাছাই করা হবে।