স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মোট ৭৬৫ জন নিয়োগ দেয়া হবে। আবেদনের সময়সীমা ২১ জুলাই ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। ১০ ক্যাটাগরির পদে মোট ৭৬৫ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর (dghs.gov.bd)। সবচেয়ে বেশি সংখ্যক লোকবল নিয়োগ দেয়া হবে ক্লিনার (১৯৮ জন), নার্স (১৫০ জন), মেডিকেল টেকনোলজিস্ট (১০৮ জন), আয়া (১০৮ জন) ও ওয়ার্ড বয় (১০৮ জন), । এছাড়া অন্যান্য পদগুলোতে বহু সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে।
Advertisement
Advertisement
আরো পড়ুন : ফার্মাসিস্ট পদে ৬২৭ জন নেবে স্বাস্থ্য অধিদপ্তর, আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২২
Advertisement
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি ২০২২
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | স্বাস্থ্য অধিদপ্তর |
মোট পদ : | ৭৬৫টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের সময়সীমা : | ৩০-৬-২০২২ থেকে ২১-৭-২০২২ |
আবেদনের ওয়েবসাইট : | http://dghserpp.teletalk.com.bd |
- Advertisement -
- Advertisement -
পদের তালিকা, পদ সংখ্যা ও বেতন
১। পদের নাম : মেডিকেল অফিসার
- Advertisement -
- পদ সংখ্যা : ১৩টি
- বেতন : ১০০,০০০ টাকা
- যোগ্যতা : এমবিবিএস
২। পদের নাম : ল্যাব কনসালটেন্ট
- Advertisement -
- পদ সংখ্যা : ২৭ টি
- বেতন : ৮০,০০০ টাকা
- যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি।
- Advertisement -
৩। পদের নাম : নার্স
- পদ সংখ্যা : ১৫০টি
- বেতন : ৫৫,০০০ টাকা
- যোগ্যতা : বিএসসি ইন নার্সিং / ডিপ্লোমা ইন নার্সিং।
- Advertisement -
৪। পদের নাম : ডিজিএইচএস সাপোর্ট স্টার নন-টেকনিক্যাল
- Advertisement -
- পদ সংখ্যা : ১টি
- বেতন : ৬০,০০০ টাকা
- যোগ্যতা : স্নাতক / সমমানের ডিগ্রি।
৫। পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট
- পদ সংখ্যা : ১০৮ টি
- বেতন : ৩৭,৫০০ টাকা
- যোগ্যতা : ল্যাব বিষয়ে ডিপ্লোমা/ সমমানের ডিগ্রি।
৬। পদের নাম : কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা : ২ টি
- বেতন : ৩০,০০০ টাকা
- যোগ্যতা : উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
৭। পদের নাম : ল্যাব এটেনডেন্ট
- পদ সংখ্যা : ৫৪ টি
- বেতন : ২০,০০০ টাকা
- যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
৮। পদের নাম : আয়া
- পদ সংখ্যা : ১০৮ টি
- বেতন : ২০,০০০ টাকা
- যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
৯। পদের নাম : ওয়ার্ড বয়
- পদ সংখ্যা : ১০৮টি
- বেতন : ২০,০০০ টাকা
- যোগ্যতা : অষ্টম শ্রেণি/ সমমানের ডিগ্রি।
১০। পদের নাম : ক্লিনার
- পদ সংখ্যা : ১৯৮টি
- বেতন : ২০,০০০ টাকা
- যোগ্যতা : অষ্টম শ্রেণি / সমমানের ডিগ্রি।
প্রার্থীর বয়স
প্রার্থীর বয়স ২১ জুলাই ২০২২ তারিখে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ৫০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬০ টাকা সর্বমোট ৫৬০ টাকা প্রদান করতে হবে। এই টাকা টেলিটক সিম থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের তারিখ
অনলাইনে আবেদন শুরু হবে ৩০ জুন ২০২২ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২২ বিকাল ৫টা।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির আবেদন সংক্রান্ত ওয়েবসাইটের (http://dghserpp.teletalk.com.bd) মাধ্যমে।
DGHS Job Circular 2022 – Directorate General of Health Services Job circular 2022 – 765 posts
![স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ pdf [পদ ৭৬৫টি] 12 DGHS job circular 2022 dghs.gov.bd](https://i0.wp.com/edudaily24.com/wp-content/uploads/dghs-job-circular-2022-july.jpg?fit=2400%2C2000&ssl=1)
DGHS job circular 2022 pdf download link : http://dghserpp.teletalk.com.bd/doc/DGHSERPP.pdf
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
চাকরির পাশাপাশি কি পড়াশোনা চালানো যাবে?
Hmm
Ami update pete chai
আমি কি আমার জেলাতে চাকরি করতে পারব
আমি একজন ড্রাইভার আমার একটা চাকরি দরকার সরকারি সব ধরনের গারি চালাইতে সক্ষম
আমার বাব একজন ডাইবার আমরা তিন ভাই আমাদের মোট আই 20000
সাইন্স ব্যতিত অন্য গ্রুপ থেকে আবেদন করা যাবে কি ?
এই চাকরীতে সবাইকে সুযোগ দেয়া উচিত।
অভিজ্ঞতার প্রয়োজন আছে
অমিও প্রাথমিক শিক্ষক পদে চাকরি করতে চাই।