জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২,২৫,০০৭ জন পরীক্ষার্থী মোট ১৭১টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
গত ৩০ মে ২০১৫ তারিখে লিখিত পরীক্ষা শেষ হয়। এর পর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফল আজ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।
এছাড়া যে কোন মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space>Roll টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী ইতোমধ্যে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ, ২০১৩ সালের অনার্স ৩য় বর্ষ, ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ এবং ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে, ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব ও ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা চলছে। এসব পরীক্ষার ফলাফলও যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review