খবর

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএস করেও প্রার্থীদের ফল জানিয়ে দেওয়া হয়েছে। আদেনকারীদের মধ্যে ৯৫.০৩ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, অন্যরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় থাকবে। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন ২০১৭ তারিখে তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।
মনোনীত আবেদনকারীদের আগামী ৮ জুন ২০১৭ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা টেলিটক, শিওর ক্যাশ অথবা রকেটের (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং) মাধ্যমে জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে।
আবেদন ও ভর্তি প্রক্রিয়া :

  • ৯ থেকে ২৬ মে ২০১৭ তারিখে অনলাইনে এবং টেলিটক মোবাইল থেকে এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।
  • যারা ফল পুনঃনিরীক্ষণার আবেদন করেছে, তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হয়।
  • ২৭ থেকে ২৯ মে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হয়।
  • পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তারা ৩০ থেকে ৩১ মে পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছেন।
  • ৫ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়।
  • প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ৬ থেকে ৮ জুন সিলেকশন নিশ্চিত (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন- তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে।
  • মাইগ্রেশনের আবেদন (অপশন প্রদান) এবং নতুন আবেদন করা যাবে ৯ থেকে ১০ জুন।
  • ১৩ জুন দ্বিতীয় পর্যায়ে এবং ১৮ জুন তৃতীয় পর্যায়ের ভর্তি ফল প্রকাশ করা হবে।
  • দ্বিতীয় পর্যায়ের তালিকায় থাকা শিক্ষার্থীরা ১৪ থেকে ১৫ জুন সিলেকশন নিশ্চিত করবে এবং মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদন করতে হবে ১৬ থেকে ১৭ জুন।
  • তৃতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৯ জুন সিলেকশন নিশ্চিত করবেন।
  • ২০ থেকে ২২ জুন এবং ২৮ থেকে ২৯ জুন দুই দফায় শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ২০১৭ তারিখ ক্লাস শুরু হবে।

মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি দেওয়ার নিয়ম : http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/06/05/registration-fee-payment-procedure.pdf/BINARY/Registration+Fee+Payment+Procedure.pdf
ভর্তি সংক্রান্ত কার্যক্রমের তথ্য : http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/06/05/college-admission-guideline.pdf/BINARY/College+Admission-Guideline.pdf
এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৫ ও ২০১৬ সালে এই পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button