রুটিন

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৩ pdf

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৩ (২০২১ শিক্ষাবর্ষ) প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার এই সময়সূচি https://www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই পরীক্ষা শুরু হবে ২ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে। প্রতিদিন পরীক্ষা শুরুর সময় দুপুর ১২.৩০টা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা ২০২৩

বিশ্ববিদ্যালয় :জাতীয় বিশ্ববিদ্যালয় (National university)
পরীক্ষা :অনার্স ২য় বর্ষ পরীক্ষা
সেশন : ২০২১
পরীক্ষার তারিখ :২ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ওয়েবসাইট : https://www.nu.ac.bd
NU honours exam 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন ২০২৩

National university honours 2nd year exam routine 2022

National university honours 2nd year exam routine 2022 pdf download

National university honours 2nd year exam routine 2022 pdf download link : https://www.nu.ac.bd/uploads/2018/notice_10030_pub_date_24112022.pdf

অনার্স ২য় বর্ষ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজি: বিবরণী কলেজ অধ্যক্ষগন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nubd.info/202 থেকে কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করবেন ।

• সমুদয় প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন । পবেশপত্র বিতরণের পূর্বে পরীক্ষার্থীদের ছবি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আইকা গাম নিয়ে লাগিয়ে অধ্যক্ষ মহোদয় ছবির উপর এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন ।

• প্রবেশপত্র গ্রহনের সময় একজনের প্রবেশপত্র অন্য জন যাতে গ্রহণ না করে রেজিষ্ট্রেশন নম্বর যাচাই করে তা নিশ্চিত হতে হবে।

• ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীগণ স্ব-স্ব কলেজে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় জেনে নেবে।

এডু ডেইলি ২৪