আইঅাইইউসি'র পেজকে ফেসবুকের স্বীকৃতি
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের (আইঅাইইউসি) অসিফিয়াল পেজকে ‘ভেরিফাইড পেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আজ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্স শাখা এ তথ্য জানায়।
আইআইইউসি’র ফেসবুক পেজের ঠিকানা : www.facebook.com/iiuc.ac.bd
এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজকেও (www.facebook.com/NorthSouthUniversity) ‘ভেরিফাইড’ করেছে ফেসবুক।