আইপিএল ফাইনাল ২০২৩ Live : CSK ও GT একাদশ (Squad), কে জিতবে? এসব তথ্য নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা ও আপডেট জানানো হয়েছে। IPL 2023 Final-এ হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স জিতলে এটি হবে তাদের টানা দ্বিতীয়বারের IPL champion trophy। আর যদি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ফাইনালে জিতে, তাহলে তারা হবে পঞ্চমবারের চ্যাম্পিয়ন।
আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন একটি দলেই যদি প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারী থাকে তাহলে সেই দলের হাতে ট্রফি ওঠে না। অর্থাৎ যে দল থেকে অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজেতা হয়, সেই দলকে রানার্স বা বিনা ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয়। আইপিএলের ইতিহাসে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে মোট তিনবার দেখা গিয়েছে এমন অদ্ভূত ঘটনা। ২০২৩ সালেও রয়েছে সেই সম্ভাবনা।
২০১৩ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিল সিএসকের মাইক হাসি জিতেছিলেন অরঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জিতেছিল চেন্নাইয়ের ডোয়েন ব্রাভো। যদিও ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার জিতেছিল অরেঞ্জ ও পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ট্রফি জেতে মুম্বই। ২০২২ সালে অর্থাৎ গত আইপিএলেও ঘটে একই ঘটনা। রানার্সআপ দল রাজস্থান থেকে জস বাটলার জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ ও যুজবেন্দ্র চাহল জিতেছিলেন পার্পল ক্যাপ। কিন্তু চ্যাম্পিয়ন Gujarat titans।
এবারও আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স। আর অরেঞ্জ ও পার্পল ক্যাপ জেতার সবথেকে বড় দাবিদার শুভমান গিল ও মহম্মদ শামি এবম রাশিদ খান ৩ জনই গুজরাতের। গিল ৮৫১ রান করে শীর্ষে, শামি ২৮ উইকেট, রাশিদ ২৭। ফলে গিলের অরেঞ্জ ক্যাপ পাওয়াটা একপ্রকার নিশ্চিৎ, পার্পল ক্যাপ পাবে তা নির্ধারন হবে আজ। তবে ইতিহাস যা বলছে, তা এবারও সত্যি হলে মন ভাঙতে পারে গুজরাতের। হার্দিকরা পরিসংখ্যান ও ইতিহাস বদলাতে পারে কিনা সেটাই দেখার।
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আবারও কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামবেন। দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং তাদের কাছে প্রচুর বোলিং বিকল্প রয়েছে। তাঁরা শুধুমাত্র শুভমন গিলকে একাদশে স্থানান্তর করবেন যদি বোলিং আগে আসে, তাহলে জোশ লিটল প্লেয়িং ইলেভেনে থাকবেন এবং যদি ব্যাটিং আগে আসে, তাহলে শুভমন গিল আগে দলের অংশ হবেন। এ ছাড়া দলে আর কোনও পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না।