আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Rate this post

আকিজ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান সম্প্রতি জনবল নিয়োগের একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে আছে- আকিজ বিড়ি ফ্যাক্টরি ও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

আকিজ বিড়ি ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৯ ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে।

পদের তালিকা, যোগ্যতা ও বেতন :
১. সহকারী ব্যবস্থাপক (হিসাব) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি) – ৩৫,০০০-৪০,০০০ টাকা।
২. সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি)- ৩৫,০০০-৪০,০০০
৩. ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার – ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) – ৩৫,০০০-৪০,০০০
৪. সিনিয়র নিরীক্ষ কর্মকর্তা – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) ও সিএ (সিসি)- ২৫,০০০-৩০,০০০
৫. হিসাবরক্ষণ কর্মকর্তা (বিড়ি ফ্যাক্টরি) – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) – ২০,০০০-২৫,০০০
৬. নিরীক্ষা কর্মকর্তা – মার্স্টার্স (হিসাববিজ্ঞান) – ২০,০০০-২৫,০০০
৭. উৱপাদন কর্মকর্তা – স্নাতক – ২০,০০০
৮. গোডাউন কিপার – স্নাতক (বাণিজ্য) – ২০,০০০
৯. নিরাপত্তা প্রহরী – অষ্টম শ্রেণি – ১২,০০০ টাকা।

এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা দেয়া হবে।

কর্মস্থল : মন্থনা, রংপুর।

আবেদনের শেষ তারিখ : ৯ মার্চ ২০২১
অনলাইনে আবেদনের লিংক : www.akijbiri.com/career

Akij biri factory job circular 2021
আকিজ বিড়ি ফ্যাক্টরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

………………………………

আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে (এএফবিএল) নিয়োগের বিজ্ঞপ্তি (২০২১) প্রকাশিত হয়েছে। বিক্রয় বিভাগে সেলস ম্যানেজার ও সেলস অফিসার হিসেবে ৩ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

পদের তালিকা ও যোগ্যতা এখানে দেওয়া হলো :

১. এরিয়া সেলস ম্যানেজার ( এএসএম ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম স্নাতকোত্তর পাশ
অভিজ্ঞতা : ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা ( এএসএম পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ৩২ থেকে ৩৮ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে।

২. টেরিটরি সেলস ম্যানেজার ( টিএসএম ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাশ (স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
অভিজ্ঞতা : ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ( টিএসএম পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ২৬ থেকে ৩৪ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে।

৩. সেলস অফিসার ( এসও ), ডেইরি
যোগ্যতা : ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক পাশ (স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
অভিজ্ঞতা : ০-২ বছরের বাস্তব অভিজ্ঞতা ( এসও পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)
বয়স : ২২ থেকে ৩২ বছর (১৯-২-২০২১ পর্যন্ত)।
* FMCG (ভোগ্য পণ্য) বিশেষত ডেইরি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের বিবেচনা করা হবে।

ইন্টারভিউর স্থান : আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল), ১৩/১/৩/ক, পান্থপথ, ঢাকা।

ইন্টারভিউর তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২১ (সকাল ১০টা থেকে বিকাল ৫টা)

আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ ২০২১ – Akij group job circular 2021

akij food and beverage job circular 2021
Akij food and beverage job circular 2021

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *