ভর্তি তথ্য

আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। নতুন বছর অর্থাৎ ২০২২ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ম শ্রেণিতে ছাত্র ভর্তি করবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (ঢাকা সেনানিবাস)।

প্রভাতি শিফট দিবা শিফট
বাংলা মাধ্যম : ১ম শ্রেণিবাংলা মাধ্যম : ১ম শ্রেণি
English version : Class One

ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে।

সাক্ষাৎকার ও লটারির তারিখ : ৫ ডিসেম্বর ২০২১ তারিখে স্কুলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে দেয়া হবে।

১ম শ্রেণি ছাড়া অন্য কোনো শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে না।

“কোনো ধরনের সুপারিশ ভর্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে” বলে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Adamjee cantonment public school admission circular 2022

adamjee cantonment public school admission notice 2022
এডু ডেইলি ২৪