আবুল খায়ের গ্রুপে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত করেছে। কনজিউমার গুডস ডিভিশনের (এফএমসিজিডি) সেলস ডিপার্টমেন্টে ৩টি ক্যাটাগরির পদে বহু সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে।
১. পদের নাম : রিজিওনাল সেলস অফিসার/রিজিউনাল সেলস ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স বা সমমান। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/ক্লাস থাকা যাবে না।
২. পদের নাম : টেরিটরি সেলস অফিসার
শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স বা সমমান। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/ক্লাস থাকা যাবে না।
৩. পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম সিজিপিএ ৩.০ সহ মাস্টার্স বা সমমান।
আবেদন : আবেদন পাঠাতে হবে এই ইমেইলে ২৭ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে। ইমেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করে এবং সিভি (রিজিউমি) অ্যাটাচ করে career@abulkhairgroup.com ইমেইল ঠিকানায় সেন্ড করতে হবে।
বিস্তারিত যোগ্যতা ও চাকরির দায়িত্ব সম্পর্কে জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Abul Khair Group Job Circular 2021 :