আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান, কবে খেলা, লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [Argentina vs Australia]
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান, কবে খেলা, লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Argentina vs Australia] সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। আর্জেন্টিনা vs পোল্যান্ড দলের খেলা বাংলাদেশ সময় ৩ ডিসেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টা থেকে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা (Argentina) দলের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia)।
আন্তর্জাতিক ফুটবল খেলায় এখন পর্যন্ত আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে সর্বমোট ৭ বার।
এই ৭টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার সর্বমোট জয়লাভ করেছে ৫টি ম্যাচে।
১টি ম্যাচ ড্র হয়েছে আর ১টি ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে।
যদি পরিসংখ্যান এবং শক্তির বিচার করতে হয় তাহলে অবশ্যই আর্জেন্টিনা দল বেশি শক্তিশালী।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয় ২০০৭ সালের টোকিও অলেম্পিক গেমে। সে ম্যাচে ১-০ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আর্জেন্টিনা।
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তারা মোট ৭ট ম্যাচে মুখোমুখি হয়। ৫ট ম্যাচে জয় লাভ করে আলবিসেলেস্তেরা। অস্ট্রেলিয়ার জয়লাভ করে মাত্র একটি ম্যাচ। অপর ম্যাচটি ড্র হয়েছিল।
১৯৮৮ সালে প্রথম দেখা হয় আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। সে ম্যাচে অস্ট্রেলিয়া ৪-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।
আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ৪-২ গোলে জিতেছিল। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বমোট ১৫ টি গোল করে। Argentina vs Australia
অস্ট্রেলিয়া আর্জেন্টিনার বিপক্ষে সর্বমোট ৭ টি গেল করে।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মুখোমুখি ৭ ম্যাচের মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছিল। সে ম্যাচটি ৩১ অক্টোবর, ১৯৯৩ সালে ১-১ গোলে ড্র হয়েছিল।
কখন : Argentina vs Australia এর খেলা বাংলাদেশ সময় ৩ ডিসেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টায়।
খেলার মাঠ বা ভ্যেনু : কাতার।
ফিফা বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা vs অস্ট্রেলিয়া
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াপরিসংখ্যান / সমীকরণ বা Fact
বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রেলিয়া এ পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতে এখানে দুই দলের পরিসংখ্যান তুলে ধরা হলো :
তারিখ
দলের নাম
খেলার ফলাফল
গোল সংখ্যা
প্রতিযোগিতার নাম
১৪ জুলাই, ১৯৮৮
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina lose
১-৪
ভিসেন্টেনিয়াল গোল্ড কাপ
১৮ জুন, ১৯৯২
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina win
২-০
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
৩১ অক্টোবর, ১৯৯৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Draw
১-১
ফিফা বিশ্বকাপ ম্যাচ
১৭ নভেম্বর, ১৯৯৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina win
১-০
ফিফা বিশ্বকাপ ম্যাচ
৩০ জুন, ১৯৯৫
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina win
২-০
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
১৮ জুন, ২০০৫
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina win
৪-২
ফিফা কনফেডারেশন কাপ
১১ সেপ্টেম্বর, ২০০৭
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
Argentina win
১-০
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান / সমীকরণ
কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড
আর্জেন্টিনাজাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
আর্জেন্টিনা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-3-2-1
আর্জেন্টিনাদলের প্রথম একাদশ :
এমি মার্তিনেস
নেহুয়েল মলিনা
লিসান্দ্রো মার্তিনেস
নিকোলাস ওতামেন্দি
আকুইনা
রদ্রিগো দে পল
লিয়ান্দ্রো পারেদেস
এনজো ফের্নান্দেস
লাউতারো মার্তিনেস
লিওনেল মেসি
দি মারিয়া।
কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড
অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
অস্ট্রেলিয়া দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩
অস্ট্রেলিয়াদলের প্রথম একাদশ :
রায়ান (গোলরক্ষক)
অ্যাটকিনসন
রাইট
সাউটার
বেহিচ
আরভিন
মুয়ি
ম্যাকগ্রি
লেকি
ডিউক
মাবিল
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়াখেলায় নি:সন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 Argentina vs Australia Live streaming TV broadcast