ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ (২০২১) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাস্টমার সার্ভিস এ্যাসিসটেন্ট (এয়ারক্রাফট লোডার) পদে জনবল নেবে দেশের অন্যতম বেসরকারি এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা। আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
প্রয়োজনীয় যোগ্যতা :
⚡ শিক্ষাগত যোগ্যতা : সর্বোচ্চ এসএসসি বা সমমান
⚡ বয়স : সর্বোচ্চ ২৮ বছর
⚡ উচ্চতাঃ ৫.২”- ৫.৬”
⚡ বিএমআইঃ ২২-২৫
⚡ শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী
⚡ প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
⚡ এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে
⚡ যেকোন প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
কর্মস্থল :
⚡ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধাঃ
⚡ বেতনঃ জয়েনিংঃ ১৩,০০০/- এবং ছয়মাস পরে শিক্ষানবিসকাল(প্রবেশন পিরিয়ড)শেষে ১৪,০০০/- টাকা প্রতি মাস
⚡ ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
⚡ উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
⚡ আবেদন পাঠানোর ঠিকানা : আগ্রহী প্রার্থীদেরকে পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সহ আবেদন করতে হবে এই ঠিকানায় :
এইচ আর ডিপার্টমেন্ট,
ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড,
সপ্তম তলা, বাসা-১, রোড-১, সেক্টর-১, ঢাকা-১২৩০।
⚡ আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
বি. দ্র.
* খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
* যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।