পবিত্র ঈদুল আযহার ছুটি ২০২৩ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ঈদুল আযহার ছুটি ১ দিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
এর আগে, গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল বাংলাদেশ সরকার।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদনির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে, যদি ২৯ জুন ২০২৩ তারিখে পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।
১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ১৩ জুন ২০২৩ তারিখে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এদিকে, চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ অনুষ্ঠিত হবে ২৮ জুন ২০২৩। সে হিসেবে চাঁদ দেখা স্বাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ২৯ জুন ২০২৩ তারিখে (বৃহস্পতিবার)।
আরো দেখুন : সরকারি ছুটির তালিকা ২০২৩