পবিত্র ঈদুল আযহা ২০২৩ কত তারিখে, জানা গেলো সর্বশেষ তথ্য। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ গণনা করেছেন জ্যোতির্বিদরা। তাদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, সৌদি আরবে আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন ২০২৩। এই হিসেবে চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে ঈদ হতে পারে ২৯ জুন ২০২৩ (বৃহস্পতিবার)।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়।
এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থার ওপর নির্ভর করে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরোক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশির ভাগ মুসলিম সংখ্যালঘু দেশ।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।