খবর

ঈদের ছুটি ৩ দিনই

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহার ছুটি ৩ দিনই থাকছে, এর চেয়ে বাড়ছে না। আর এই ছুটিতে সরকারি কর্মকর্তা-কমচারীদের যার যেখানে কর্মস্থল, সেখানে থাকতে হবে। অর্থাৎ উদাহরণসরূপ- কারো কর্মস্থল ঢাকা হলে তাকে ঢাকাতেই থাকতে হবে, চট্টগ্রাম কর্মস্থল হলে চট্টগ্রামেই থাকতে হবে।

আজ সোমবার (১৩ জুলাই ২০২০) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলেন এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ঈদের ছুটি তিন দিনের থেকে বাড়ানো হবে না। আর কর্মকর্তা-কমচারীদের যার যেখানে কর্মস্থল সেখানেই অবস্থান করতে হবে।

এডু ডেইলি ২৪