খবর

ঈদ-উল-আজহা ১ আগস্ট

বাংলাদেশে আগামী ১ আগস্ট ঈদ-উল-আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, দেশের আকাশে মঙ্গলবার (২১ জুলাই ২০২০) জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসেবে ১ আগস্ট ২০২০ ঈদ উদযাপন করা হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক সভায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে, সৌদি আরবে ৩০ জুলাই হজ্ব ও ৩১ জুলাই ২০২০ ঈদ-উল-আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশেই ৩১ জুলাই ঈদ উদযাপন করা হবে। এবছর মাত্র ১০ হাজার মুসলিম হজে অংশ নিতে পারবেন। ২২ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এডু ডেইলি ২৪