উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২টি পাবলিক পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক বা এইচএসসি-তে ভর্তি হয়ে ২ শিক্ষাবর্ষ শেষে চূড়ান্ত অর্থাৎ এইচএসসি/সমমান পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। ১ম বর্ষ থাকাকালে যে পরীক্ষা বর্তমানে দিচ্ছে তা কলেজ কর্তৃপক্ষের পরিচালনায় হচ্ছে, অর্থাৎ এটা বোর্ড কর্তৃক নেওয়া পাবলিক পরীক্ষা না। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে হয়তো ১ম বর্ষ পরীক্ষাও এইচএসসি চূড়ান্ত পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার আদলে নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদি তা-ই হয়, সেক্ষেত্রে ১ম বর্ষ পাশ করার পর শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে ২ পাবলিক পরীক্ষা নেওয়ার নতুন এই পরিকল্পনা ২০২৫ সাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
এছাড়া, শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ ৩টি থেকে কোনটি নিবে সেটা এখন নবম শ্রেণিতে থাকা অবস্থায় নির্ধারণ করা হলেও নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে তখন এইচএসসিতেই কেবল বিভাগ নির্ধারণ করতে হবে; নবম শ্রেণিতে করতে হবে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাইকে দশটি কমন বিষয় নিয়ে পড়তে হবে।