
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন ও সিলেবাস : গত ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে খাদ্য অধিদপ্তরে ২২টি ক্যাটাগরিতে ১৩৭৭ পদে চাকরির নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে উপ-খাদ্য পরিদর্শক পদে ৩৫৬টি, সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২২২টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৪৬টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৬৮ শূন্য পদ রয়েছে।
* সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২২২টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৪৬টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৬৮ শূন্য পদে এইচএসসি পাশ করেও আবেদন করা গেছে। তবে ‘উপ-খাদ্য পরিদর্শক’ এর ৩৫৭ পদে ডিগ্রি/সমমান/অনার্স/সমমান (স্নাতক) পাশ চেয়েছিল।
বেতন-গ্রেড
উপ-খাদ্য পরিদর্শক পদটি ১৩তম গ্রেডের। এই পদে বেসিক শুরু ১১,০০০ টাকা থেকে। কিন্তু “সহকারী উপ-খাদ্য পরিদর্শক” পদটি ১৫তম গ্রেডের। এই পদের বেসিক শুরু ৯,৭০০ টাকা থেকে।
=অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – এই পদগুলো ১৬তম গ্রেডের। এই পদের বেসিক শুরু ৯,৩০০ টাকা থেকে। তবে এই দুটি পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক স্পিড টেস্ট দিতে হবে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ ভাইভার আগে।
পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ও বড় বড় জেলাশহরে । “উপ-খাদ্য পরিদর্শক” ও “সহকারী উপ-খাদ্য পরিদর্শক” নিয়োগ পরীক্ষা হবে MCQ টাইপের ১০০টি MCQ ১০০ মার্কসের এবং সময় ৯০ মিনিট (দেড় ঘণ্টা) । পরীক্ষার প্রশ্নে যদি “ভুল উত্তরের জন্য নাম্বার কাটার” কথা উল্লেখ না থাকে, ধরে নিতে হবে যে নেগেটিভ নাম্বার নেই। [আগের পরীক্ষাগুলোতে নেগেটিভ নাম্বার ছিল না, আমি যতটুকু দেখেছি।]
*** পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো। যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে ৭৫টি এবং সময় থাকে ৬০ মিনিট। তবে প্রশ্নের প্যাটার্ন একই বলা চলে। তাই যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আলাদাভাবে খাদ্য অধিদপ্তরের প্রস্তুতির নেয়ার প্রয়োজন নেই বলে মনে করি । ২০২১ সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রায় সব প্রশ্ন “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis ” “ও “Authentic Model Test & Short Suggestion” বই থেকে কমন ছিল (চাইলে ইন্টারনেট থেকে ২০২১ সালের খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করে বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারেন)
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এতো একটা কঠিন হয় না, তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই।
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলো এখানে দিলাম-
*সবার আগে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সমন্ধে কিছুটা ধারণা নেয়া যাক-
১। বাংলা- ৩০ বা ২৫
২। ইংরেজি – ৩০ বা ২৫
৩। গণিত- ২০ বা ২৫
৪। সাধারণ জ্ঞান- ২০ বা ২৫
= মোট : ১০০ নাম্বার।
কোন বিষয়ের জন্য কী কী পড়বেন
= সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন, কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও ICT ( বিশেষ করে ৩৫- ৪৬তম পর্যন্ত) বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যাসহ না পড়ে কেমল প্রশ্ন ও উত্তরসহ ভালোভাবে রিডিং পড়ুন।
বাংলা
বাংলা অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে।
ব্যাকরণ থেকে কোন কোন টপিক গুলো পড়বেন?
যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন।
১। শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এই টপিক থেকে ২-৩ পেতে পারে।
২। সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ। এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস। ১-২ থাকে। (“BCS Preliminary Analysis” বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” থেকে পড়ুন সহজে সমাস শেষ করতে।)
৬। সন্ধি। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৮। এক কথা প্রকাশ। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৯। কারক-বিভক্তি। ২-৩ থাকে। (প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” বই থেকে সহজে শেষ করতে পারবেন।)
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয় পড়ুন ভালো করে। পড়া অল্প কিন্তু ১ থাকে সাধারণত এখন থেকে।
১১। বাগধারা। ১-২ থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ। ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ।
১৪। উপসর্গ
বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত [“BCS Preliminary Analysis” বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে।]
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি।
ইংরেজি
ইংরেজি অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছু নেই।
এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লে:
১। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন Right Form of Verbs ও Subject-Verb Agreement, কারণ বিগত সালে প্রশ্ন Analysis করে দেখিছি আমরা এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে পড়বেন Condition Sentence. এটি মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreement এর অংশ।
এই টপিকগুলো খুব গোছানো আকারে ও সহজে মনে রাখতে পারবেন “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” থেকে।
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ৩-৪টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসায় প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি।
৬। Identification of Parts of Speech. এখান থেকে ১-২ থাকে।
[ “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” থেকে সহজে পড়তে পারেন। বইগুলোতে সহজভাবে গুছিয়ে দেয়া আছে টপিকগুলো]
*ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। এর জন্য শুধু ৩৫-৪৬তম বিসিএস প্রিলিতে আসা প্রশ্নগুলো পড়লেই হবে আশা করি
গণিত
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৬। অনুপাত ১-২ টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।
সাধারণ জ্ঞান
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়।
তাই এখন পড়ুন-
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন।
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন
৪। উপমহাদেশে ব্রিটিশ শাসনামল
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য,
৬। জুলাই বিপ্লব
৭। ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর বিভিন্ন পুরস্কার-সম্মাননা, তাঁর রচিত গুরুত্বপূর্ণ বই ও
‘A World of Three Zeros’ থিওরি (এগুলোর সব পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis 5th Edition, 2025 এর বইয়ে)
৮। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা।
৯। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১০। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১১। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১২। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৩। ক্রিকেট খেলা ও বিশকাপ ফুটবল-২০২২ ও ২০২৬।
সাধারণ বিজ্ঞান
সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে; যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার (যেমন- এপি কালচার, পিসি কালচার), রোগ-ব্যাধি থেকে ১-২ টি কমন প্রশ্ন আসে, জলবায়ু ও বায়ুমণ্ডল ইত্যাদি।
[ th এডিশনের বিজ্ঞানের অংশে যা দেয়া তা পড়লে কমন পেয়ে যাবেন, আশা করি।]
=== ICT: ICT থেকেও কমন প্রশ্ন আসে। তা এমনেইতেই পারবেন আগে সামান্য ধারণা থাকলে।
[ “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” বইয়ের 5th এডিশনের ICT অংশে যা দেয়া তা পড়লে কমন পেয়ে যাবেন, আশা করি।]
* খাদ্য অধিদপ্ত, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” ‘বই-ই যথেষ্ট বলে আমি মনে করি, তাই এসব পরীক্ষার জন্য আমরা আলাদাভাবে কোনো বই বের করিনি। শুধু এর সাথে বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন ও “Authentic Model Test & Short Suggestion” বইটি পড়লেই হবে, ইনশাল্লাহ। আলাদাভাবে এসব পরীক্ষার জন্য বই কেনার দরকার নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
- * মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে *মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন”।
- * আরেকটি বিষয় মনে রাখবেন, ” একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন”।
- *বি.দ্র: এখানে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে সাজেশনটি দিয়েছি, কারো মনমতো নাও হতে পারে বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। কারো কাছে ভালো না লাগলে বা অপ্রয়োজনীয় মনে হলে নিজ গুণে এড়িয়ে যাবেন সাজেশনটি।