১৯ তম শিক্ষক নিবন্ধন সিলেবাস ২০২৫ PDF [স্কুল ও কলেজ পর্যায়]

১৯ তম শিক্ষক নিবন্ধন সিলেবাস ২০২৫ PDF [স্কুল ও কলেজ পর্যায়]

১৯ তম শিক্ষক নিবন্ধন সিলেবাস ২০২৫ (স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায় - প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা) এখানে দেয়া হলো। ১৯ তম শিক্ষক নিবন্ধনের preliminary (MCQ) পরীক্ষা ও লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি ও সময়সূচি যথাসময়ে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

 

১৯ তম শিক্ষক নিবন্ধন ২০২৫

কর্তৃপক্ষ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
পদ : স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের শিক্ষক
মোট প্রার্থী সংখ্যা : সম্ভাব্য প্রার্থী সংখ্যা ১৮ থেকে ২০ লাখ (প্রিলি)
প্রিলি পরীক্ষার তারিখ : -- ২০২৫ (স্কুল-২, স্কুল ও কলেজ)
ওয়েবসাইট : http://www.ntrca.gov.bd
NTRCA exam 2025

 

 

 

১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি

শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি অনেকটা বিসিএসের মতোই। পরীক্ষা হয় ৩টি ধাপে- প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা।

  • প্রিলিমিনারিতে হয় ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে নম্বর বরাদ্দ থাকে আর পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা পড়বে।
  •  
  • লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের (প্রার্থী যে বিষয়ের শিক্ষক হতে আগ্রহী) ওপর পরীক্ষা দিতে হবে।
  •  
  • মৌখিক পরীক্ষার পর জাতীয় মেধাতালিকা প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ওপর ভিত্তি করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাবেন শিক্ষকরা।

 

 

 

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ২০২৪ (স্কুল ও স্কুল-২ পর্যায়)

  • স্কুল কোড ৩০০, পূর্ণমান ১০০, সময় ১ ঘণ্টা
  •  
  • স্কুল-২ কোড ২০০, পূর্ণমান ১০০, সময় ১ ঘণ্টা

 

(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)

 

ক. বাংলা (Bengali) - ২৫

  • ১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
  •  
  • ২. বাগধারা ও বাগবিধি
  •  
  • ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ
  •  
  • ৪. যথার্থ অনুবাদ
  •  
  • ৫. সন্ধি বিচ্ছেদ
  •  
  • ৬. কারক বিভক্তি,
  •  
  • ৭. সমাস ও প্রত্যয়
  •  
  • ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ
  •  
  • ৯. বাক্য সংকোচন
  •  
  • ১০. লিঙ্গ পরিবর্তন

 

 

খ. ইংরেজি (English) - ২৫

  1. Completing sentences
  2.  
  3. Translation from Bengali to English
  4.  
  5. Change of parts of speech
  6.  
  7. Right forms of the verb
  8.  
  9. Fill in the blanks with the appropriate words
  10.  
  11. Transformation of sentences
  12.  
  13. Synonyms and Antonyms
  14.  
  15. Idioms and phrases.

 

 

গ. গণিত (Mathematics) - ২৫

  • পাটিগণিত : গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।
  •  
  • বীজগণিত : উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
  •  
  • জ্যামিতি : রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।

 

 

ঘ. সাধারণ জ্ঞান - ২৫

  • বাংলাদেশ সম্পর্কিত বিষয়
  •  
  • আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
  •  
  • বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

 

বিস্তারিত বিষয়াবলী : বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন,কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 

 

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৪ প্রিলিমিনারী (কলেজ পর্যায়)

(উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা/ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্ট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য)

  • বিষয় কোড: ৪০০, পূর্ণমান-১০০, সময়: ১ ঘণ্টা

 

 

ক. বাংলা (Bengali) - ২৫

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশােধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরােনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়ােগিক প্রয়ােজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

 

 

খ. ইংরেজি (English) - ২৫

Errors in composition, Fill in the blanks with appropriate prepositions, Use of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms, and Antonyms, completing sentences, Idioms and phrases.

 

গ. সাধারণ গণিত (General Mathematics) - ২৫

  • পাটিগণিত : সূত্র ও নিয়মাবলী (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি।
  • বীজগণিত : উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়ােগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়ােগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়ােগ, অনুপাত ও সমানুপাত।
  • জ্যামিতি : পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়ােগ।

 

ঘ. সাধারণ জ্ঞান - ২৫

  • বাংলাদেশ সম্পর্কিত বিষয়
  • আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
  • বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রােগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

 

বিস্তারিত বিষয়াবলী : বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যােগাযােগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যােগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত,.আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যােগযােগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রােগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট ।

 

শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত দরকারি তথ্য

  • বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোর প্রশ্ন এবং বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন দেখে প্রস্তুতি নিলে ৪০ শতাংশ প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে।
  • প্রিলিমিনারি পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর পেলেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
  • প্রিলিমিনারি পরীক্ষার নম্বর শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। এটি পরবর্তী ধাপে (লিখিত পরীক্ষা) অংশ নেওয়ার যোগ্যতা প্রমাণের পরীক্ষা শুধু।
  • প্রিলিমিনারি প্রস্তুতির জন্য সহায়ক বই হিসেবে প্রফেসর’স বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি, এমপিথ্রি সিরিজের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহে রাখতে পারেন।
  • বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রথমে প্রকাশ করে ২৩ জানুয়ারি ২০২০, এরপর সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করে ২ মার্চ ২০২২ তারিখে।

 

১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস PDF

18th NTRCA syllabus 2024 pdf of preliminary & written (School, School-2 & College) 

 

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.