গাজীপুরের কাপাসিয়ায় একটি পরিত্যাক্ত গরুর খামার থেকে ঘোড়ার মাংস ও বেশ কয়েকটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। ২৩ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক গ্রামের স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গরুর খামার থেকে জবাই করা ঘোড়ার মাংস ও জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, খামারের মালিক আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন বাড়িতে না থাকায় গরুর খামারটি চলতি বছরের জানুয়ারি মাস থেকে খুলনার আনিসুর রহমান মাসিক ২০ হাজার টাকায় ভাড়া নেন। জাহাঙ্গীর আলম জানান, এসব কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানতেন না।
কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ খামারে অভিযান চালায়। বর্তমানে দেশে ঘোড়া জবাই আইনত নিষিদ্ধ। এর আগে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এদিকে ঘোড়াকাণ্ডে বিরিয়ানির দোকানগুলোর মাংস নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর।