সবুজ আহমেদ: গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের গোলারটেক এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমাসহ বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে কাপাসিয়ায় স্থাপনকৃত সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি (অ্যামোনিশন), চারটি চকলেট ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব সামগ্রী অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এবং নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আজ (মঙ্গলবার ) সকাল সাড়ে সাতটার দিকে কাপাসিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।