শিক্ষা বার্তা

উপবৃত্তির নামে ভুয়া এসএমএস, সাবধান!

সম্প্রতি উপবৃত্তির নামে ভুয়া এসএমএস পাঠানো হচ্ছে। এ ব্যাপারে সাবধান ও সচেতন না হলে প্রতারকদের পাল্লায় পড়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মোবাইলে অফিসিয়াল বিভিন্ন নাম্বার থেকে SMS পাঠাচ্ছে প্রতারকরা। এসব এসএমএসে বলা হচ্ছে, “করোনা ভাইরাসের কারণে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে।” এই টাকা পাওয়ার জন্য তারা এক বা একাধিক নাম্বারও উল্লেখ করে সেখানে যোগাযোগ করতে বলছে এসএমএসে।

যারাই এসব নাম্বারে যোগাযোগ করছেন, তাদের কাছে অজ্ঞাত ব্যক্তি উপবৃত্তির টাকা পাইয়ে দেয়ার কথা বলে টাকা দাবি করছেন। এ ব্যাপারে ফেসবুকে অনেকেই প্রতারণার অভিযোগ তুলেছেন।

এগুলো নিশ্চিতভাবেই ভুয়া মেসেজ। কারণ কর্তৃপক্ষ এভাবে যাকে-তাকে মেসেজ পাঠিয়ে আনঅফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে বলবে না! তাই এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে এবং প্রতারকদের মোবাইল নাম্বারে যোগাযোগ ও তাদেরকে টাকা পাঠানো থেকেও বিরত থাকতে হবে।

উপবৃত্তির টাকা দেয়ার নামে ভুয়া মেসেজ

stipend fake sms

এডু ডেইলি ২৪