২০২০ সালের এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বর-অক্টোবরে!
২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিংবা অক্টোবর মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
ইতোমধ্যে পরীক্ষার পরিকল্পনা ঠিক করে শিক্ষা বোর্ডগুলো বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া হবে।
সূত্র জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে গেলে তুলনামূলক বেশি গ্যাপ দিয়ে শিক্ষার্থীদের আসন নির্ধারণ করতে হবে। তাই পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি করা হতে পারে। এই জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রের কাছাকাছি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে।
গত ১ এপ্রিল ২০২০ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এই পরীক্ষাসূচি স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।