২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ (৭ অক্টোবর ২০২০, বুধবার) অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।
তিনি জানান, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে। ডিসেম্বরের মধ্যেই ফল (মূল্যায়ন ভিত্তিক) চূড়ান্ত করতে হবে।
গত কয়েক দিন ধরে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছিল–নভেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পরীক্ষার ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত জানানোর কথা। অবশেষে আজ জানা গেলো পরীক্ষা হচ্ছে না।
এদিকে, পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা এর আগেই বাতিল করা হয়েছে। এসব পরীক্ষার বদলে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে ওঠানো বা প্রমোশন দেওয়া হবে।