শিক্ষা বার্তা

এইচএসসি পরীক্ষা হবে, প্রাথমিক সমাপনী-জেএসসি নাও হতে পারে!!

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। চলতি বছরের এপ্রিলে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়।

বর্তমান পরিস্থিতিতে এ পরীক্ষা হবে কিনা, আর হলেও কবে হবে, তা নিয়ে পরীক্ষার্থীরা সংশয়ের মধ্যে রয়েছে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা যে নিশ্চিত হবে এ ব্যাপারে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

স্বাস্থ্য বিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা নিশ্চিত হলেও প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা মত দিয়েছেন বলে জানা গেছে।

পঞ্চম ও অষ্টম শ্রেণির এসব পাবলিক পরীক্ষা যদি না নেয়া হয়, সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে।

এডু ডেইলি ২৪