এইচএসসি প্রাইভেট পরীক্ষা ২০২১ : আবেদন ১০ জুনের মধ্যে

Rate this post

এইচএসসি প্রাইভেট পরীক্ষা ২০২১-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ২০২১ সালের এইচএসসি (প্রাইভেট) পরীক্ষায় অংশ নিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে ১০ জুনের মধ্যে।

১১ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন চলবে। আর অনলাইন আবেদন ও এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২০১৬ সাল বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেটে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না।

>> এইচএসি প্রাইভেট পরীক্ষা (২০২১) সংক্রান্ত নোটিশ : https://dhakaeducationboard.gov.bd/data/20210601142717816622.pdf

এইচএসসি প্রাইভেট পরীক্ষা সংশ্লিষ্ট কলেজের তালিকা :
সরকারি কবি নজরুল কলেজ,
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
সরকারি বাঙলা কলেজ,
সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ,
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ;
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ;
সরকারি দেবেন্দ্র কলেজে, মানিকগঞ্জ;
সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর;
সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী;
সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ;
সরকারি কুমুদিনী কলেজ ও
নাগরপুর সরকারি কলেজ, টাংগাইল।

এছাড়াও সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর; সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর; মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর; সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী; সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

>> অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা সেসব বোর্ডের অধীনে থাকা সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোতে এইচএসসি প্রাইভেট পরীক্ষার জন্য আবেদন/রেজিস্ট্রেশন করতে পারবেন।

HSC private exam 2021 – Notice and College list :

এইচএসসি প্রাইভেট পরীক্ষা ২০২১ নোটিশ ও কলেজ তালিকা - HSC private exam 2021 notice and college list
HSC private exam 2021 notice and college list

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *