আসন্ন ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট ৮টি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়াও সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও থাকবে। এই নির্দেশনা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
Table of Contents
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা
এইচএসসি পরীক্ষায় CASIO ব্র্যান্ডের নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।এইচএসসি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর মডেল
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষায় ব্যবহারযোগ্য ক্যালকুলেটরের মডেলগুলো হলো:
-
FX-100MS
-
FX-991ES
-
FX-570MS
-
FX-82MS
-
FX-991EX
-
FX-991MS
-
FX-991ES Plus
-
FX-991CW (নতুনভাবে যুক্ত)
এই তালিকাভুক্ত ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।
এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২৫
-
লিখিত পরীক্ষা শুরু: ২৬ জুন ২০২৫
-
লিখিত পরীক্ষা শেষ: ১০ আগস্ট ২০২৫
-
ব্যবহারিক পরীক্ষা শুরু: ১১ আগস্ট ২০২৫
-
ব্যবহারিক পরীক্ষা শেষ: ২১ আগস্ট ২০২৫
অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা
এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন, যা থেকে এবছর কমেছে ৮১ হাজার ৮৮২ জন।