এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২২ (একাদশ ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা) প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) । এইচএসসি শিক্ষাক্রমের দ্বাদশ এবং একাদশ শ্রেণির ( নিয়মিত/অনিয়মিত/পরিপূরক ) চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে।
সারা দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কেন্দ্রগুলোতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষা ২০২২
পরীক্ষা : | এইচএসসি ভোকেশনাল পরীক্ষা ২০২২ |
বোর্ড : | কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) |
পরীক্ষা শুরুর তারিখ : | ৬-১১-২০২২ |
ব্যবহারিক পরীক্ষা : | ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট : | http://www.bteb.gov.bd |
- পরীক্ষা আরম্ভের সময় : সকালের শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে এবং দুপুরের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২২
BTEB hsc vocational XII final exam routine 2022 :

BTEB hsc vocational XI final exam routine 2022 :


এইচএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২২ pdf
এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২২ pdf পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে : http://www.bteb.gov.bd/sites/default/files/files/bteb.portal.gov.bd/notices/27155669_ccfe_4617_9f32_b5bca44b4dbd/Voc%20Exam%20Routine-2022.pdf
এইচএসসি ভোকেশনাল পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা
- পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- উল্লিখিত পরীক্ষার দিনে কোন কারণবশতঃ সাধারণ ছুটি ঘোষিত হলে ঐ দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তিতে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিথো কোড তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে কোন অবস্থাতেই লিথোযুক্ত অংশে লেখা, দাগ দেওয়া বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থী বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্রে বর্ণিত বিষয় / বিষয়সমূহ ব্যতিত অন্য কোন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে।
- পরীক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে ।
- পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
- পরীক্ষা চলাকালীন সময়ে কোন হল পরিদর্শী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
- কোন পরীক্ষার্থী হলে মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক্স ডিভাইস সংগে আনতে পারবে না।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে?
এইচএসসি ভোকেশনাল পরীক্ষা (একাদশ ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা) ৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবে।