এইচএসসি মানবন্টন ২০২১ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এই সিলেবাসের আলোকে এই মানবন্ট বা নম্বর বণ্টন প্রকাশিত হলো।
ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার রুটিন-২০২১ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ থেকে ৩০ ডিসেম্বর ২০২১।
এইচএসসি পরীক্ষা ৩ বিষয়ে হবে। সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে এইচএসসি/সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা নেয়া হবে না।
এইচএসসি পরীক্ষার (২০২১) বিষয়ভিত্তিক সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ/নৈর্ব্যত্তিকে ১৫ মিনিট ও সৃজনশীল/রচনামূলকে ১ ঘণ্টা ১৫ মিনিট। এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না।
** hsc mark distribution 2021 pdf download link : https://dhakaeducationboard.gov.bd/data/20211007173132265035.pdf