শিক্ষা বার্তা

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি থেকে

২০২১ সালের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে ১০ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশে নেবে, তাদেরকে এই রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে।

নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলেছে ঢাকা বোর্ড। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক আছে তাদের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন থাকতে হবে বলেও বোর্ড জানিয়েছে।

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বিতরণ বিজ্ঞপ্তি :

hsc registration card 2021

শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজের তথ্য ছক :

এডু ডেইলি ২৪