ভর্তি তথ্য

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সূচি-২০২০

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ৯ আগস্ট থেকে, চলবে ১৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারো একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রকাশিত ভর্তি নীতিমালা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

জানা গেছে, চলতি (২০২০-২০২১) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা (৫ শতাংশ), প্রবাসী (৫ শতাংশ) ও বিকেএসপি (০.৫ শতাংশ) কোটা বহাল থাকছে। প্রবাসীদের সন্তান ভর্তির বিষয়ে সরাসরি বোর্ডে আবেদন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও খরচ কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে আবেদন করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজকে পছন্দক্রম তালিকায় রাখতে পারবে।

ভর্তি ও অন্যান্য ফি : ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফি ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকার মধ্যে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানের বাংলা মাধ্যম ভর্তির জন্য ৯,০০০ ও ইংরেজি মাধ্যমের ভর্তি ফি ১০,০০০ টাকা। কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি ৩,০০০ টাকার বেশি করা যাবে না। প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রসিদ প্রদান করতে হবে। এছাড়া মফস্বল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পৌর জেলা সদরে ২,০০০ টাকা, ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না।

ভর্তির আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে।

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সূচি-২০২০ :

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সূচি-২০২০
এডু ডেইলি ২৪