ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ কি, বেতন কত, যোগ্যতা?
ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ কি, বেতন কত, যোগ্যতা? এসব ব্যাপারে অনেক চাকরি প্রার্থীরাই জানতে চান। Probationary officer (PO) পদটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ১ম স্তরের একটি পদ বা Entry position। ব্যাংকে বা প্রতিষ্ঠানে এই পদে প্রবেশের পর প্রতিষ্ঠানভেদে ১ থেকে ৩ বছর পর্যন্ত সেই কর্মীর প্রবেশনারি পিরিয়ড থাকে। এরপর ‘অফিসার’ পদে পদোন্নতি দেওয়া হয়, সেই সঙ্গে বেতনও বৃদ্ধি করা হয়।
প্রবেশনারি অফিসার পদটিকে ইংরেজিতে লেখা হয়- Probationary officer (PO)। এই পদটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের ১ম স্তরের পদ বা Entry position। ব্যাংকে বা প্রতিষ্ঠানে এই পদে প্রবেশের পর প্রতিষ্ঠানভেদে ১ থেকে ৩ বছর পর্যন্ত সেই কর্মীর প্রবেশনারি পিরিয়ড থাকে। এরপর Officer হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর সঙ্গে বেতনও বাড়ানো হয়।
বিভিন্ন ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের বেতন ভিন্ন ভিন্ন। অনেক ব্যাংকেই এই পদের মাসিক বেতন ৪০ হাজার টাকা থেকে শুরু। প্রথম সারির ব্যাংকগুলোতে প্রবেশনারি অফিসার পদের বেতন ৪৫ হাজার টাকা থেকে শুরু।
প্রবেশনারি অফিসার পদে চাকরির শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সাধারণত মাস্টার্স ও সমমান। এছাড়া ব্যাংকভেদে আরো কিছু যোগ্যতা ও শর্ত চাওয়া হয়। এছাড়া একাডেমিক পরীক্ষাগুলোর ফলাফলের ন্যূনতম সিজিপিএও উল্লেখ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে।