২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেলে ২৮২ আসন বেড়েছে। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে এই সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। সম্প্রতি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তিতে (সংশোধিত) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কোন মেডিকেলে কত আসন বাড়ানো হয়েছে তা উল্লেখ রয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বর্তমানে বিজ্ঞপ্তিটি শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে (mefwd.gov.bd) পাওয়া যাচ্ছে।
এর আগে গত ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসাশিক্ষা-০১ অধিশাখার উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছিল, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।
স্মারকের তথ্যমতে, ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ২ হাজার ৯৩০টি। আর এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ২১২টি।