এলজিইডি কার্য সহকারী রেজাল্ট ২০২৩ [LGED work assistant result 2023] প্রকাশিত হয়েছে। এই পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিল ৩ লাখ ২০ হাজার। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর কার্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা (MCQ) অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পদ্ধতির এই লিখিত পরীক্ষার সময়কাল ছিল ৬০ মিনিট আর প্রশ্ন ছিল ৭০টি (পূর্ণমান ৭০)।
নিয়োগ কর্তৃপক্ষ | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) |
পদের নাম | Work assistant (কার্য সহকারী) |
মোট পদের সংখ্যা | ৪০০টি |
প্রার্থী সংখ্যা | ৩ লাখ ২০ হাজার |
লিখিত (MCQ) পরীক্ষার তারিখ | ২৪ ফেব্রুয়ারি ২০২৩ |
ফলাফল প্রকাশ | ৭ মার্চ ২০২৩ |
ওয়েবসাইট | https://www.lged.gov.bd |