এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এবার ৭৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়েছে। BIRC প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। চলতি মার্চ মাসের নির্ধারিত নতুন দাম ২ মার্চ ২০২৩ তারিখে সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে, ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম গত ঢেফ মাসে একলাফে ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।