২০২১ সালের এসএসসি-এইচএসসি নতুন সিলেবাস (সংক্ষিপ্ত ও সংশোধিত, pdf) প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
কিছু দিন আগে প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসকে আরো কমিয়ে নতুন (সংশোধিত) করে পুনর্বিন্যাস করে আবারো প্রকা করা হয়েছে।
একই সঙ্গে ২০২১ সালের এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়েছে।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড লিংক (সব বিষয়ের সিলেবাস একটি zip ফাইলে, ডাউনলোডের পর এটি unzip/extract করুন) : http://dhakaeducationboard.gov.bd/ssc_syllabus_21.zip
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড লিংক : http://dhakaeducationboard.gov.bd/hsc_syllabus_21.zip
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এসএসসি ও এইচএসসির এই সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত পুনর্বিন্যাস সিলেবাসের চূড়ান্ত অনুমোদন হয়। এরপরই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাস প্রকাশ করা হয়।
এর আগে গত ২৫ জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এ নিয়ে আপত্তির পর সিলেবাস পুনর্বিন্যাস করার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিলেবাস পুনর্বিন্যাস করার দায়িত্ব দেওয়া হয় এনসিটিবিকে।
ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত পাঠ্যক্রমে কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং সে অধ্যায়ের জন্য কয়টি ক্লাস হবে, সে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সব কটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য ক্লাস নির্ধারণ করে দেওয়া হয়েছে পুনর্বিন্যাস করা সিলেবাসে। বাংলা ও ইংরেজির ক্ষেত্রে কোন গল্প ও কবিতা পড়তে হবে, সেটিও নির্ধারণ করা আছে। এভাবে সব বিষয়ের সিলেবাস করা হয়েছে। এ সিলেবাসের আলোকেই এবারের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।