২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জুনে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাই-আগস্টে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ (মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। সেই সিলেবাস অনুযায়ী এসব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়েছে। চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত বহাল থাকবে।