শিক্ষা বার্তা

এসএসসি কেন্দ্র তালিকা ২০২১ pdf

এসএসসি কেন্দ্র তালিকা ২০২১ ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বিভাগের কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস ১১ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

করোনা ভাইরাসের কারণে চলতি বছর এসএসসি পরীক্ষা পেছানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় এই পরীক্ষা ১৪ নভেম্বর ২০২১ তারিখ থেকে শুরুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়েছে।

এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হবে, শেষ হবে ২৩ নভেম্বর ২০২১।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে ৩টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসির পরীক্ষা নেওয়া হবে। ইতোমধ্যে পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রুটিন প্রকাশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো।

ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস (৮৫ পৃষ্ঠা) https://cdn.dhakapost.com/media/doc/2021October/SSc-exam-center-list-2021-20211011131143.pdf

এডু ডেইলি ২৪