নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় কত পেলে পাস, কত নাম্বারে কি গ্রেড? এ ব্যাপারে অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রশ্ন করেন। কারণ ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা স্বাভাবিকের চেয়ে অনেক কম নাম্বারে ও সংক্ষিপ্ত সিলেবাসে নতুন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে। বিষয় ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র ১০০ নম্বরের পরিবর্তে ৪৫, ৫৫ ও ৫০ নম্বরে হচ্ছে ।
সাধারণত অধিকাংশ ১০০ নম্বরের পরীক্ষা হয় স্বাভাবিক সময়ে। কিন্তু করোনার কারণে ক্লাস ঠিকভাবে না হওয়ায় কয়েক বছর ধরে স্বাভাবিক সময়ের মতো পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিষয়ভেদে ৪৫, ৫৫ ও ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। কোন বিষয়ে কত নম্বর বরাদ্দ ও এগুলোর পাস নম্বর এখন কতো এবং কত নাম্বার পেলে কি গ্রেড – সে ব্যাপারে নিচে আলোচনা করা হয়েছে।
A+ ৩৬ নম্বর,
A ৩১.৫ নম্বর,
A- ২৭ নম্বর,
B ২২.৫ নম্বর,
C ১৮ নম্বর,
বিষয় ভিত্তিক GPA Grade | Number |
A+ | ৩৬ নম্বর |
A | ৩১.৫ নম্বর |
A- | ২৭ নম্বর |
B | ২২.৫ নম্বর |
C | ১৮ নম্বর |
D (পাস নাম্বার) | ১৫ নম্বর |
বিষয় ভিত্তিক GPA Grade | Number |
A+ | ৪০ নাম্বার |
A | ৩৫ নাম্বার |
A- | ৩০ নাম্বার |
B | ২৫ নাম্বার |
C | ২০ নাম্বার |
D (পাস নাম্বার) | ১৬ নাম্বার |
বিষয় ভিত্তিক GPA Grade | Number |
A+ | ৪৪ নাম্বার |
A | ৩৮.৫ নাম্বার |
A- | ৩৩ নাম্বার |
B | ২৭.৫ নাম্বার |
C | ২২ নাম্বার |
D (পাস নাম্বার) | ১৯ নাম্বার |