এসএসসি পরীক্ষা-২০২০ শুরু

এসএসসি ও সমমান পরীক্ষা আজ ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হয়েছে। এ বছর (২০২০) মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পিছিয়ে পরীক্ষার শুরু তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০ নির্ধারণ করা হয়। পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে।

উল্লেখ্য, এ বছর (২০২০) মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে- ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবছরের তুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার।

এসএসসি পরীক্ষার রুটিন-২০২০ (নতুন / সংশোধিত) পাওয়া যাবে এই লিংকে- https://edudaily24.com/23019/