শিক্ষা বার্তা

এসএসসি পরীক্ষা ২০২২ পেছাচ্ছে : শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা ২০২২ পেছাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হবে না।

২০২২ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

২৭ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের অর্থাৎ ২০২১ সালের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর ২০২১ তারিখে শেষ হবে। সেক্ষেত্রে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাস করানোর বিষয় রয়েছে।

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ

১৪ নভেম্বর শুরু হতে যাওয়া ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশের তিন হাজার ৬৭৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এডু ডেইলি ২৪