গাইড বই থেকে এসএসসি প্রশ্ন নিয়ে তদন্ত কমিটি
এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের প্রশ্ন গাইড বই থেকে হুবহু তুলে দেয়ার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে উঠেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, যে শিক্ষক এটি করেছেন তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, ‘বাংলা ১ম পত্রের প্রশ্ন গাইড বই থেকে হুবহু তুলে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে বরিশাল বোর্ডের চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটি পর্যালোচনা করার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা ১ম পত্রের ৯ নম্বর প্রশ্ন হুবহু একটি গাইড বই থেকে তুলে দেয়া হয়েছে। এছাড়া, ঢাকা বোর্ডের ২০১৭ সালের ৮ নম্বর প্রশ্ন এ বছরও (২০২০) ৮ নম্বর প্রশ্ন হিসেবে তুলে দেয়া হয়েছে।