সব বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৩ [গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর / নমুনা প্রশ্ন সম্বলিত SSC Science model test ] এখানে দেওয়া হলো। NCTB প্রণীত এসএসসি / নবম ও দশম শ্রেণির / এসএসসি বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন (উত্তর) এখানে গুছিয়ে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি সহজেই কম সময়ে নিতে পারে। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে ২০২৩ তারিখ (রবিবার)।
উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – কুমিল্লা বোর্ড – যশোর বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড – ময়মনসিংহ বোর্ড) শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে ২০২৩। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
পরীক্ষা | এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান |
পরীক্ষার সাল | ২০২৩ |
পরীক্ষা শুরুর তারিখ | ৩০ এপ্রিল ২০২৩ |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | ২৮ মে ২০২৩ |
ব্যবহারিক পরীক্ষা | ২৪ মে থেকে ৩০ মে ২০২৩ |
বোর্ড | সব শিক্ষা বোর্ড |
সিলেবাস | পূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস) |
ওয়েবসাইট | https://dhakaeducationboard.gov.bd |
বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) দিয়ে এই নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট সেট সাজানো হয়েছে –
১. তুলনামূলক বেশি শক্তি উৎপন্ন হয় কোন খাদ্য থেকে?
ক. ডিম
খ. দুধ
গ. শোল
ঘ. খাসি
২. উদ্ভিজ্জ আমিষ কোনটি?
ক. দুধ
খ. ছানা
গ. পনির
ঘ. বাদাম
৩. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
খ. শর্করা
গ. প্রোটিন
ঘ. লিপিড
৪. ভিটামিন C এর অভাবে-
i. স্কার্ভি রোগ হয়
ii. ত্বকে ঘা হয়
iii. ক্ষত শুকাতে দেরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii 3 iii
৫. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
খ. শর্করা
গ. প্রোটিন
ঘ. লিপিড
৬. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১০ লিটার পানিতে কমপক্ষে কত মিলি গ্রাম O2 প্রয়োজন?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৬০
৭. ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
ক. পরিস্রাবণ
খ. ক্লোরিনেশন
গ. পাতন
ঘ. স্ফুটন
নিচের অংশটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মামুনের পুকুরের মাছগুলো দুর্বল, বৃদ্ধি সন্তোষজনক নয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।
৮. মামুনের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত?
ক. এসিড
খ. ক্ষার
গ. ফসফরাস
ঘ. ক্যালসিয়াম
৯. পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল?
ক. চাপ
খ. তাপ
গ. আয়তন
ঘ. তাপমাত্রা
১০. প্রতি ঘন মিলিমিটার রক্তে শিশুর দেহে লোহিত কণিকার সংখ্যা কত লক্ষ?
ক. ৪০-৫০
খ. ৫০-৬০
গ. ৬০-৭০
ঘ. ৭০-৮০
১১. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক. এনজাইম
খ. হরমোন
গ. লসিকা
ঘ. বিলিরুবিন
১২. শিরার বৈশিষ্ট্য-
i. প্রাচীর পাতলা
ii. CO2 সমৃদ্ধ রক্ত বহন করে
iii. O2 সমৃদ্ধ রক্ত বহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii 3 iii
১৩. উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন কোনটি?
ক. L.D.L
খ. DLL
গ. HDL
ঘ. DHL
১৪. গাড়ির ভেতরে সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
নিচের চিত্রটি দেখ এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে।)
১৫. প্রতিসরণ কোণ কোনটি?
ক. AON
খ. NOQ
গ. A’OB
ঘ. A’ON’
১৬. উদ্দীপকের চিত্রে-
i. a মাধ্যমের চেয়ে b মাধ্যম ঘন
ii. OB প্রতিসরিত রশ্মি
iii. a মাধ্যমে আলোর বেগ বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?
ক. বাস্তব
খ. উল্টো
গ. খর্বিত
ঘ. বিবর্ধিত
১৮. কোনটি প্রাকৃতিক পলিমার?
ক. পাট
খ. রেজিন
গ. পিভিসি
ঘ. পলিথিন
১৯. কোন তন্তু ‘লুমেন’ নামক পদার্থে পূর্ণ থাকে?
ক. পশম
খ. রেশম
গ. রেয়ন
ঘ. তুলা
২০. ফ্লিস উল তৈরি করা হয়—
i. জীবন্ত মেষ থেকে
ii. মৃত মেষ থেকে
iii. জবাইকৃত মেষ থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
২১. PVC পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়?
ক. কার্বন মনোক্সাইড
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. হাইড্রোজেন সায়ানাইড
ঘ. হাইড্রোজেন ক্লোরাইড
২২. ভিটামিন সি এর অপর নাম কী?
ক. সাইট্রিক এসিড
খ. ম্যালিক এসিড
গ. এসকরবিক এসিড
ঘ. এসিটিক এসিড
২৩. আমরা পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রণ করতে পারি-
i. ওষুধ গ্রহণ করে
ii. নির্বাচিত খাদ্য খেয়ে
iii. শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. ক্যালামিনের মূল উপাদান কী?
ক. ZnCO3
খ. CaCO3
গ. Ca(OH)2
ঘ. NaHCO3
২৫. জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে কোন লবণটি প্রয়োগ করা হয়?
ক. কপার সালফেট
খ. পটাসিয়াম নাইট্রেট
গ. অ্যামোনিয়াম ফসফেট
ঘ. অ্যামোনিয়া নাইট্রেট
২৬. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
ক. N2O
খ. NO
গ. N2O3
ঘ. N2O5
২৭. টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রিক
খ. জাপানি
গ. স্প্যানিশ
ঘ. বাংলা
২৮. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসসমূহ হচ্ছে-
i. CO
ii. SO₂
iii. NO₂
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রব্যটি কয়টি আয়নে বিভক্ত হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩০. এক কিলোওয়াট সমান কত ওয়াট?
ক. ১০,০০০
খ. ১,০০০
গ. ১০০
ঘ. ১০
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
শিক্ষা বোর্ড | Official website link | |
1. | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) | http://www.bteb.gov.bd |
2. | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
3. | ঢাকা শিক্ষা বোর্ড | http://dhakaeducationboard.gov.bd |
4. | চট্টগ্রাম শিক্ষা বোর্ড | http://www.bise-ctg.gov.bd |
5. | কুমিল্লা শিক্ষা বোর্ড | http://www.comillaboard.gov.bd |
6. | রাজশাহী শিক্ষা বোর্ড | http://www.rajshahieducationboard.gov.bd |
7. | যশোর শিক্ষা বোর্ড | http://www.jessoreboard.gov.bd |
8. | বরিশাল শিক্ষা বোর্ড | http://www.barisalboard.gov.bd |
9. | সিলেট শিক্ষা বোর্ড | http://sylhetboard.gov.bd |
10. | দিনাজপুর শিক্ষা বোর্ড | http://www.dinajpureducationboard.gov.bd |
11. | ময়মনসিংহ শিক্ষা বোর্ড | https://www.mymensingheducationboard.gov.bd |